শরৎ আমার চাই-ই

ছাইরাছ হেলাল ২১ আগস্ট ২০২০, শুক্রবার, ১১:৪৬:০৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪৪ মন্তব্য

 

নেই কোন লাস্যময়তা এখন, এ সময়ে,
দুপুরের প্রত্ন-ঘুম শেষে আড়মোড়া ভেঙ্গে
ভাবতে বসি, এখন আসলে কখন!!
বিকেল সন্ধ্যা রাত্রি নাকি রাতের শেষে বিষণ্ণ কোন প্রহর!
কিছুই ঠাহর হয় না, শুধুই মোচড়া-মুচড়ি!
টানা বৃষ্টি সপাট ধাক্কা শার্সির গা জুড়ে;

খুঁজে ফিরছি সময়ের না-সুখ না-দুঃখের ক্ষণটি,
এক স্তূপ ফুলেদের আদুরে নিঃশ্বাসে, জ্যোৎস্নার
ছুঁড়ে দেয়া এক ফালি রূপোলী সৌরভে;

সমস্ত শূন্যতার হৃদয়ে ভাসে নীলাকাশের
পেঁজা সাদা মেঘ-দল, চাঁদ-জ্যোৎস্নার হুটোপুটি
আর বাতাসের উসখুস!!

নৃতত্ত্ব/প্রত্নতত্ত্বের ভার আর পিছলে পড়া তৈলাক্ত
বাঁশ-বাঁদরের-অঙ্ক, এ ছিন্ন হৃদয়ে সইবে-না, সইছে-না,
কামাখ্যা মন্ত্র আমার চাই-ই, অবগুণ্ঠন ছিঁড়ে ফেলার।

ছবি নেটের।

0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ