লালন শাহ

নবকুমার দাস ১৯ নভেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৮:১৪:২১অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

উড়ে যায় অচিন পাখি কোন শূণ্যপানে

মিশে যায় কোন আশমানে, কে জানে ?

“সময় গেলে সাধন হবে না
দিন থাকতে দিনের সাধন
কেন জানলে না ?”

সব জেনেশুনেও মেতেছি এ কোন খেলায় !
জাত-অজাতের প্রশ্ন তুলে বাড়ির কাছের আরশিনগর, দেখা হল না !
পড়শি যে মনের মানুষ, তা আর বুঝবো কবে?
আট কুঠুরি নয় দরজায় আমরা শুধু ঘুরে মরি,
তার সাথে মিলন হবে কত দিনে, জানলাম না ।

সাঁই দেশ বিদেশে ঘুরে বেড়াই
তবু তোমায় জানলাম না
“পাখি কখন জানি উড়ে যায় !”

“যে দিন হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রীষ্টান
ওগো জাতি গোত্র নাহি রবে
এমন সমাজ কবে গো সৃজন হবে ?“
মানুষ কবে মানুষ হবে ?

সবই লাগে তা না না --
ও সাঁই নিজেকে তো জানলাম না
দয়ালগুরু দাও না তোমার আয়নাখানা ...

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ