লজ্জা

সোনেলা রোদ্দুর ৮ জুলাই ২০১৫, বুধবার, ১২:০৮:০২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৯৩ মন্তব্য

লজ্জা- লীলাবতী
এটি নিষিদ্ধ ঘোষিত তাসলিমা নাসরিনের লজ্জা নয়।এটি লীলাবতীর লজ্জা,আশাকরি মনে থাকবে সবার 🙂

লজ্জা হচ্ছে :
১। গোপনীয় বিষয় প্রকাশিত হওয়ার জন্য বা অনুচিত ও অশোভন কাজ বা ব্যাপারের জন্য অস্বস্তি জনক ভাব, শরম, ব্রীড়া;
২। অস্বস্তির জন্য কোনো কথা বলতে বা কোনো কাজ করতে মানসিক বাঁধা, সংকোচ, কুণ্ঠা।
আমার লেখার বিষয় বস্তু ২ নং এর ' অস্বস্তির জন্য কোনো কথা বলতে বা কোনো কাজ করতে মানসিক বাঁধা, সংকোচ, কুণ্ঠা '।

আজকাল সোনেলায় পোষ্ট করতে লজ্জা লাগে।কি সব লেখি আমি আর তা সপ্তাহের শীর্ষ পঠিত তালিকায় চলে যায়। গর্বের চেয়ে লজ্জাই লাগে বেশি। মাঝে মাঝে মনে হয় আমি মেয়ে বলে হয়ত আমার লেখা পঠিত হয় বেশি। এই ভাবনা আসলে লজ্জার।এখানে নারী বিজ্ঞাপন হিসেবে ব্যবহৃত হচ্ছে যা আমি ঘৃণা করি খুব।
অবশ্য এই ভাবনা স্থায়ী হয়না বেশীক্ষন যখন দেখি জিসান ভাইয়া,ছাইরাছ হেলাল ভাইয়া, অরণ্য ভাইয়া,মনির ভাইয়া,সজীব,প্রজন্ম ৭১ বা আমাদের কিউট প্রেমিক যুগলের একজন স্বপ্ন এর পোষ্ট শীর্ষ পোষ্ট এর তালিকায় থাকে।
তাহলে? অন্যন্য পুরুষ ব্লগারদের পোষ্ট তেমন একটা শীর্ষ পঠিত পোষ্টের তালিকায় কম আসে কেন? তারা কি ভালো লেখেন না? অবশ্যই ভাল লেখেন। তাঁদের পোষ্ট শীর্ষ পঠিত তালিকায় না থাকায় লজ্জিত হই আমি।
এর কারন কি হতে পারে?কেন তাঁদের লেখা এত ভালো হওয়া সত্বেও তালিকায় আসেনা?
এর উত্তর খুঁজে পেয়েছিঃ
১। তারা অন্য ব্লগারদের লেখায় মন্তব্য করতে লজ্জা পান
২। তারা তাঁদের লেখা শেয়ার দিতে লজ্জা পান
৩।তারা তাঁদের ফেইসবুক প্রফাইলে সোনেলার ব্লগার এটি লিখতে লজ্জা পান
৪।অন্যদের লেখা যেহেতু নিজের লেখার চেয়ে কম মান সম্পন্ন,একারণে পড়ে দেখতেও লজ্জা পান।
৫।এই সমস্ত ভাইয়ারা দেশের প্রায় সমস্ত ব্লগে লিখে থাকেন,সেক্ষেত্রে সোনেলার মত এত ছোট ব্লগে সময় নষ্ট করে অন্য ব্লগ পড়া,এটি জাতির কাছেও লজ্জা জনক বটে।
৬। কিছুটা কিপটুসও এনারা,তাই নিজে ধন্য হতে চান,অন্য কাউকে ধন্য হতে দিতে চাননা। এটি আমাকে লজ্জিত করে।
৭। যেহেতু তারা সমস্ত ব্লগে লেখেন এবং পোষ্ট দিয়ে দেশের মানুষকে ধন্য করেন,তাদের কাছে আমাদের মত বেকার ব্লগারদের সাথে তুলনা করাও লজ্জার।

তারা আসলে গন মানুষের জন্য লেখেন।যেহেতু সব ব্লগে লেখেন,কোথায় ব্লগিং করেন এ প্রশ্নের জবাবে এমনটাই বলবেন। কারো কেউ নয়তো আমি কেউ আমার নয়...... গায়ের জোরে গয়না গাটি কেরে নেয়া যায়...... ভালোবাসা নয়   
🙁

আমি জানি এই পোষ্ট আবার শীর্ষ পোষ্টের তালিকায় যাবে। আবার লজ্জিত হবো আমি। শুভ ব্লগিং  -{@
অনেক বক বক করলাম আসুন এবার কিছু গান শুনি 🙂
মরি মরি এ কি লজ্জ্বা!.......মরে যাই এ কি লজ্জ্বা!!

লাজে মরি ও আমি লাজে মরি .........বেবি ও বেব্বি কেন পাও তুমি লজ্জা

লাজুক পাতার মত লজ্জাবতী.........তোমাকে ছুঁয়ে দিতে চাই অনুমতি 

আমার শরীর আজ ভিজে যায়...... রক্তে নাকি বর্ষায়...... আগুনে পুড়ে প্রমাণ করেছি কতবার...... ভীষন লজ্জায়
শেষ গানটিতে মন খারাপ করে দেয়ার জন্য দুঃখিত আমি।

0 Shares

৯৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ