রূপকথা…… ১

ছাইরাছ হেলাল ২৬ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ০৮:০২:০৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

সাধ্যের অতীত সুখ, সাধ্যের অতীত শ্বাস
চাই না, নিজের বাঁচা বাঁচতে চাই।
শেষ বিকালের রূপ দেখে বেঁচে থাকতে চাই
সাদাসিধে সুখে,
সাঁঝের রাক্ষস আর নিখাদ নিটোল রোদ্দুর এড়িয়ে।

ফাঁকিবাজ কুঁড়ে হতচ্ছাড়া?
তো সমস্যা কী, এমন হলে?

হঠাৎ উষ্ণ প্রস্ফুটিত নিশপিশ রূপশালী ফোঁসা হিংসে জানান দেয়
কিংশুক রাজ্যকথায়, এই কোজাগরী পূর্ণিমায়।

মেঘমল্লারের হৃদ্য হৃষ্ট হিরণ্ময় শুভ্র স্বপ্ননদ
হো হো করে হাসে উজান বেয়ে,
মিহি শরীরের সলজ্জ সূর্যোদয়ের হরিৎ নিভৃতে আছে কেবল
হ্লদি এক মুঠো অনাবাদী রূপকথার হরীতকী,

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ