রুপালি চন্দ্রকলা

সুপর্ণা ফাল্গুনী ১৩ মার্চ ২০২০, শুক্রবার, ০৩:৪২:০৭অপরাহ্ন কবিতা ২৯ মন্তব্য

পূর্ণিমার অংশুক পড়েছিলো মুখাবয়বে,
সিন্গ্ধতার আবেশ ছড়িয়ে গেলো পুরো পৃথিবী জুড়ে।
মোম জোছনায় অঙ্গ ভেজাও, সিক্ত হোক সোনার যৌবন।
স্বপ্ন-বিলাসী হয়ে উঠুক চিতার চাবুকে জর্জরিত অন্তরিন্দ্রিয়।
মরুভূমির তপ্ত বালুকনায় শ্বেত জোছনা লুটোপুটি;
যামিনী পূর্ণশশী সঙ্গমে মাখামাখি আঁধারের মন বিছানায়;
আলো-আঁধারির ফাঁদে পড়ে শ্মশানে জ্বলছে মনের যত বাসনা।

অমানিশা ভক্ষণ করে পূর্ণিমা;
পূর্ণিমা প্রতিহিংসার প্রদীপ জ্বেলে ভক্ষণ করে দিস্তা দিস্তা কাব্য কথন।
সরোবর টলমল ,ঝিকঝিক করছে রূপালি চাঁদোয়ায়;
প্রেমে নিমগ্ন, নিস্তব্ধতায় ডুবে রয়েছে চন্দ্রকলা;
কিসের আশে, কিসের বিষে মরেছে চন্দ্রাবতী?
পুরানো দেয়ালের ইট চাপায় সমাঙ্গ দেহীর আস্তরণের প্রলেপ;
জোছনাভরা আলিঙ্গনে ছুঁয়ে যায়।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ