মন' সে এক আশ্চার্য্য জিনিস!
বর্তমান যখন শান্ত ধীর স্থীর,
কর্মভারে দেহ, মন ও চোখের পাতা ক্লান্তিভারে নত নয়,
তখন এমন সব অবসারে মনের মাঝে সুপ্তাবস্থায় পড়ে থাকা ছবিগুলো উঠিয়ে আনে।
তার থেকে সামান্য ক্ষুদ্র অংশকে উঠিয়ে এনে অতিরিক্ত প্রাধান্য দিতে সনিপুন।
আর জটিল সব জটগুলো খোলার বৃথা চেষ্টা,
এ যেনো বসে বসে চাঁদের আলো আর ভোরে আলোর সংঘর্ষের খেলা দেখা।
জিতে যায় ভোরের আলো, তা বর্তমান।
এখন জীবন মধ্যাহ্ন, এ এক মায়ালোক
আধো- আলো, আধো-অন্ধকার,
জীবনের দীর্ঘ পথ অতিক্রম করে,
আবারো অতিতে উঁকি।
কতোশতো কর্ম, কতোশতো ব্যার্থতা
জীবন সংসারে নারীকর্মে সফলতা যা আসে
তাতে অকারণ অভিবাদন পৌছায় না।
করুনার পরশ, কিছু তীরষ্কারের বাণ ছুঁয়ে যায় ঠিকই
নাহ! এ আমার জীবন যাত্রার বিষন্ন সমালোচনা নয়।
দিন শেষে পড়ন্ত বিকেলে এক কাপ চা, ক্যাসেট প্লেয়ারে পছন্দের কোনো মিষ্টি সঙ্গীত।
জীবনে প্রাপ্তির তৃপ্ততা আমার অনেক বেশি,
তাকে বেশি পাকিয়ে ভারি করিনি,
তা সব আমার কাঁচাবুদ্ধিহীন অনুভূতি।
ঠিক যেনো ভোর হবার আগে পূর্ণচাঁদের আলোর মতো স্নিগ্ধ নির্মল।
,,,,,,রিতু,,,,,,,
১১/০৫/১৮.
সোনেলার উঠোন আবারো ভরে গেছে। এ মিষ্টি রোদে সকলের মনের সব বর্ণ শব্দ চিকচিক করে উঠবে এটাই কাম্য।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ