রাত

আলমগীর সরকার লিটন ৭ এপ্রিল ২০২১, বুধবার, ০৪:৩৫:৫৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

করোনা সময়ের ব্যবধানে কবিতা
ঘুমে যাচ্ছে অথৈ সাগরে; প্রিয়জন
ডাকলও ভাঙ্গছে না ঘুম কিংবা স্রোতের
ঢেউ অথচ সময় মুল্য এখন অবক্ষয়;
কবিতারা দাঁড়িয়ে আছে জোছনা আলোতে
নয় তো সবুজ ঘাসের দোল দেয়া সিঁড়িতে-
সুতরাং সময় এখন করোনা ছোঁয়া হাত!
ফিরবে না আর মেঠোপথের ধূলিমাখা রাত।

২১ চৈত্র ১৪২৬, ০৪ এপ্রিল ২১
-----------------------------------

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ