যে লেখে কবিতা -
একলা মাঝরাতে তারও বুক খা খা করে
যে লেখে কবিতা -
নির্জন পথে কালো বেড়ালের নির্লিপ্ত চাহনীতে সেও চমকায়।
যে লেখে কবিতা -
সেও তোমার মতোই, বিলিতি পেলে দিশি দেখে নাক সিটকায়।
যে লেখে কবিতা -
সেও কবরে নামায় মৃতদেহ, আলগোছে। মরা পোড়ায় শশ্মানে
যে লেখে কবিতা -
সে গিয়েছে জেনে, জীবনের মানে।

যে কবিতা লেখে -
সেও তোমারি মতোন, গলাতক গিলে বিচ্ছিরি গালাগাল দেয় ইশ্বরকেই
যে কবিতা লেখে -
তুমি আর তার সবই প্রায় এক,
তবু রয়ে যায় কি বিষম ফারাক।
সে যখন চলে যায়, যায় একেবারে ; অনুপল মাত্রও পিছু না ফিরেই।

 

 

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ