যত ভাবলেই তত সহ

আলমগীর সরকার লিটন ২৩ জুন ২০২১, বুধবার, ১১:৫২:৪০পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

ঐ আকাশ ভাবলেই চাঁদ হাসে
বৃষ্টি ভাবলে মেঘ-
মাটি ভাবলেই ঘাসফুল দেয় দুল
যত ফড়িং যায় উড়;
দৃশ্যবিরল কি সুন্দর জানালাটার
পাশে টুনটুনি গান গায়!
ভোর দুপুর রঙিন নাটাই ঘুড়ি উড়াই
তবুও ভাবলে কোথায়
যাই হারিয়ে, খুঁজি ফিরি সোনালি ক্ষণে
জিদ্দি ঘিরা সব বায়না
এখন কাচের আয়না ভেঙ্গেচুরে চুরমার
অথচ ভাবলেই বুড়ো নয়
অতঃপর মৃত্যুই এনে দিবে বিশ্ব জয়
যত ভাবলেই তত সহ।
০৯ আষাঢ় ১৪২৮, ২৩ জুন ২১
---------------------------

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ