মেঘ কাব্য

আরজু মুক্তা ১ জুলাই ২০২১, বৃহস্পতিবার, ১২:০৩:১২পূর্বাহ্ন ছবিব্লগ ১৪ মন্তব্য


সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন জাল বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে।


মেঘের পর মেঘ জমেছে
আঁধার করে আসে
আমায় কেনো বসিয়ে রাখো
একা দ্বারের পাশে। 

 


গল্প করার এইতো দিন
মেঘ কালো হোক মন রঙিন
সময় দিয়ে হৃদয়টাকে
বাঁধবো না তো আর।

 


আসেনি মেঘেরা আমাকে ভেজাতে
আসেনি আমাকে নিতে
যদি সারাদিন ধরে মেঘ
চেয়ে চেয়ে ফিরেই চলে যায়।

 


মেঘ থমথম করে
কেউ নেই।
জল থই থই করে
কিছু নেই।

 


পরদেশি মেঘ যাও রে ফিরে
বলিও আমার পরদেশী রে
সে দেশে যবে বাদল ঝরে
কাঁদে না কি প্রাণ একলা ঘরে?

 


কখনো ওদের বৃষ্টি দেখেছো?
ঐ ওখানে, বড় মেঘ দুটোর পিছনে
হয়তো ঘাস ফড়িঙের মতো আমিও ছিলাম।

 

★★ ছবিগুলো কখনো মোবাইল বা কখনো ক্যামেরায় তোলা।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ