মেঘের বুকে শুভ্রতা।

রিতু জাহান ৬ জুলাই ২০১৬, বুধবার, ০১:১৮:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

আকাশের বুক চিরে, কালো মেঘের চোখের কোণ ঘেসে,
কোনো এক আলোর ঝলকানি পেয়ে
উড়ে গেল যে বক পাখি,
তার সেই শুভ্রতায় আমি তোমাকে দেখেছিলাম।

তুমি মেঘ চেয়েছ, আমি এক চিলতে রোদ ঢেলে দিয়েছি হয়ত,
আমিই মেঘ চেয়েছি
তুমি দিতে চেয়েছ,
এক চিলতে সোনালি রোদ।

beautiful-bird-birds-cloud-clouds-Favim.com-284447

দেখা হয় না তোমার সাথে, প্রতিনিয়ত প্রতিক্ষণ,
ভেবে নাও, ভালোই তো আছি, কি আর প্রয়োজন !

এক চিলতে রোদ্দুর আমার,
আমার আকাশেই বড় বেমানান।

সাদাকালো ঐ মেঘের খেলায় বক পাখির নীড়ে ফেরা।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ