মেঘের কল্পনায়

খাদিজাতুল কুবরা ২৮ জুন ২০২০, রবিবার, ১০:১৪:১১অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

ঝলমলে রোদে আলোকোজ্জ্বল সকাল!
হাসিতে উদ্ভাসিত প্রকৃতি, আকাশ নিলীমায় নীল!
এমন নির্মল সকাল কে না চায়?
কেন জানিনা আমি আজ আমাতে নেই.....!
ভালো লাগছে না কিছুই....!
অথচ মেঘমুক্ত শুভ্র আকাশ রৌদ্রময় দিন
আমার কতো  প্রিয়!!
প্রকৃতির মন ভার আর মেঘাচ্ছন্ন আকাশকে আমার ভীষণ ভয়!!
কেননা এমন দিনে মন গহনে তোমার উপস্থিতি
টের পাই,
তুমি দাপিয়ে বেড়াও আমার মনের ভেতর!
কেউ না জানুক,
আমি তো জানি তুমি কতো নিষ্ঠুর যাযাবর.....!
খুনসুটি করবে আমায় হাসাবে, সুখের জোয়ারে ভাসাবে!
তারপর? তারপর আবার নিরুদ্দেশে হারিয়ে যাবে....!
যাবার বেলায় স্মৃতিগুলো ফেলে যাবে...
আমায় পোড়াতে...!
আমি আর পুড়তে চাই না,
খাক হয়ে গেছি পোড়া স্নৃতিতে...
আজ রোদ ভালো লাগছে না! ইচ্ছে হচ্ছে মেঘের পর মেঘ জমুক!
চারপাশ অন্ধকার করে বৃষ্টি নামুক!
সমস্ত প্রকৃতি ভিজুক!
তুমি স্মৃতি নয় বৃষ্টি হয়ে একবার এসো!
আমি ভিজবো তোমাতে! আমি ভিজবো বৃষ্টিতে!
তারপর?
তারপর সাগরপাড়ে যাবো।
আমার পরনে থাকবে বিষিয়ে উঠা নীল শাড়ীটা...
না! না! বালুকাবেলায় হাঁটবো না!
জলকেলিতে মাতবো না!
ঢেউ ভেঙে সামনের দিকে এগুবো.....
ধীরে ধীরে অদৃশ্য হবো

হারিয়ে  যাবো আমি, তুমি এবং পোড়া স্মৃতি......
ভেসে উঠবে নীল শাড়ীটা...!

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ