মেঘেদের জল-চোখ

ছাইরাছ হেলাল ২১ এপ্রিল ২০১৭, শুক্রবার, ০৭:০২:২০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

রেশমি মেঘেদের দীর্ঘশ্বাসে
মেঘ-চোখের জলস্রোত ঝুলে আছে, ভারী হয়ে,
ভাবে, রক্তস্রোত হয়ে গড়াবে, হয়-না গড়িয়ে পড়া।
এ আমার-ই মেঘ-জল;

দিনের ওবেলায় আকাশের গায়ে এলো-চুল মেলে
বসে আছে মেঘ, দু’জনায় কবিতা পড়বে বলে,
বিঘত চুলে, চোখ চিবুক জড়িয়ে ঢেকে যাবে
গুচ্ছ-গুচ্ছ কবিতা, বারে-বারে;
কবিতা-সন্ধ্যা
কবিতা-রাত্রি
কবিতা-সকাল,
গভীর সবুজ ছুঁয়ে জেগে জেগে স্বপ্নজাল বুনবে
ঝ’রে পড়ে ম’রে যাবে না নিরর্থ আলাপ প্রলাপ-গুঞ্জনে;
দরশে-পরশে সুখের সুখে দুঃখের দুঃখে,
চাঁদের আলোয় চিকচিকে এলো-চুলে
হাওয়ায় ভাসিয়ে চলে এসো;
এখুনি, এখানে-না-হয় ওখানে, যেখানে-খুশি,
এসো-তো, আসোই-না ঐ দিগন্তের সবুজ-ছোঁয়ায়,
ছুঁড়ে ফলে অগাধ বিশ্রান্তি, অপেক্ষা,
বরেণ্য অবিশ্রান্ততায়
সবুজ বিকেলের সোনাজলের রঙিন-মায়ায়।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ