মৃত্যুশোক

প্রদীপ চক্রবর্তী ৬ এপ্রিল ২০২০, সোমবার, ০৭:২৪:০২অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

মৃত্যুশোক কত নির্মম কত দুর্বিষহ। আজ পৃথিবী তার সমস্ত ভাষা হারিয়ে ফেলছে।
মানুষ তো কবে থেকেই নির্বাক।
নদীপৃষ্ঠের রেখায় নির্জনতা আর ঘোলাটে স্রোতে দিগন্ত জুড়ে বিস্তৃত প্রকৃতিও আজ শোকের চাদরে নিমজ্জিত।
হয়তো এ ভয়াবহ মৃত্যু মিছিলে যত্রতত্র পড়ে থাকবে রাস্তায় রাস্তায় মানবের লাশ!
এ মহামারি ভয়ানক সংক্রামকে তোমার পরিবার পরিজন,প্রিয়জন কেউ কাফন সরিয়ে তোমাকে শেষবারের মতো করে দেখবে না।
হ্যাঁ এটাই বাস্তব হতে চলছে...!
হে মানব কত অহংকার,কত ক্ষমতা প্রয়োগ করেছ আজ সম্মুখপানে মৃত্যুকে স্বাগত জানাও।
সৃষ্টিকর্তার কাছে লিখে যাও জীবনের শেষ প্রাণভিক্ষার চিঠি আর না হয় নাও মৃত্যুের শেষ নির্যাস।
আর এ ভয়াবহ মৃত্যু মিছিলে হে সৃষ্টিকর্তা তোমাকেও কাঁদতে হবে!
তুমিও প্রস্তুত থাকো! কেননা এ সৃষ্টি তোমার।

প্রার্থনার চাওয়াতে মানুষকে বেঁচে থাকার প্রতিষেধক দাও হে সৃষ্টিকর্তা। না হলে তোমার সৃষ্টিশীল জগৎ ধ্বংসের দিকে ধাবিত হবে।

 

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ