মৃত্যুর মিছিল

সুপর্ণা ফাল্গুনী ১৯ মে ২০২১, বুধবার, ১০:৪৪:৪৩অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

মর্ত্যে চলছে যমের হোলি খেলা,
ছুঁয়ে দিলেই প্রাণ-পাখি আলিঙ্গনে জড়ায় মৃত্যুকে।
স্বর্গ-নরক পরিপূর্ণ আত্মার কোলাহলে; পরকাল আজ অতি সন্নিকটে।
সব দুয়ার বন্ধ করে যতই করো উৎসবের আয়োজন- হেম-পেয়ালা হাতে মুচকি হাসছে যমদূতের অধর জোড়া।
চিতায় জ্বলছে সনাতনীয় শরীর; কবরে পুরছে খ্রিষ্টান, মুসলিমের দেহ;
সমাহিত শরীর আর জেগে ওঠে না বহ্নিশিখায়, বৃষ্টির শীতল-ফোঁটায়।
অম্লজান খুঁজেছে পাত্রের আধারে- কভু খোঁজেনি হরিৎ আধারে।
মর্ত্যে নেমেছে মৃত্যুর মিছিল- প্রতিশোধ নিতে অত্যাচার আর লোভ-লালসার।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ