মুজিবের মুখ মানে বাঙালির মুখ
মুজিবের মুখ মানে বাঙালির সুখ,
মুজিবের মুখ মানে নদী অাঁকাবাঁকা
মুজিবের মুখ মানে প্রজাপতির পাখা।

মুজিবের মুখ মানে নৌকার পাল
মুজিবের মুখ মানে কৃষকের হাল,
মুজিবের মুখ মানে জেলে অার তাঁতী
মুজিবের মুখ মানে বাঙালির হাসি।

মুজিবের মুখ মানে হালের লাঙ্গল
মুজিবের মুখ মানে পাহাড়ের ঢল,
মুজিবের মুখ মানে ধান অার পাট
মুজিবের মুখ মানে ফসলের মাঠ।

মুজিবের মুখ মানে নেতার ভাষণ
মুজিবের মুখ মানে পিতার শাসন,
মুজিবের মুখ মানে অাদর সোহাগ
মুজিবের মুখ মানে সমান ভাগ।

মুজিবের মুখ মানে চাষি অধিবাসী
পাহাড়ে ও সমতলে মানুষের হাসি,
মুজিবের মুখ জুড়ে স্বাধীনতা অাঁকা
মুজিবের মুখে সব লাল সবুজ পতাকা।

মুজিবের মুখ মানে বাংলার বাঙালি
বাংলা বাগান অার মুজিব যে মালী।

 

পরিচিতি

নামঃ কাজী সিরাজাম মুনীরা ( ইজমা)

পঞ্চম শ্রেণী,অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ