নামহীন গন্তব্য

ভুল বানানের ভিড়ে হারিয়ে যাবে,

মোহ মায়া একদিন কেটে যাবে

ছায়া গতিপথ পালাটাবে।

জীবাশ্ম গুলো বিলীন হবে

একে একে সবাই পথ হারাবে,

স্মৃতির পাতা ঝরে যাবে

অনুভূতি গুলো ম্লান হয়ে আসবে।

মিছে মায়া অস্তিত্ব হারাবে

অপেক্ষায় দৃষ্টি হারাবে,

ব্যস্ততায় প্রয়োজন হারাবে

চিত্তের অস্থিরতা ঘুচবে।

নির্জনতায় ভেসে যাবে,

একাকীত্ব পেয়ে বসবে

সবকিছু মাটিতে মিশে যাবে।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ