মুক্তি

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৯ জানুয়ারি ২০২১, শুক্রবার, ০৩:৩৭:০০অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

নীল আকাশের বুকে পায়রা মেলে পাখা
ও দিকে তার বন্ধু আছে নদীর তীরে একা।
শুধায় তারে,
কই গেলি রে আয় না কাছে একটি কথা কই
সাতই মার্চের ভাষণ শুনে প্রাণ জুড়ায় রে সই।
সে যে ভাষণ নয়,
বাঙালির মনের অজস্র কথা
বাঙালির স্বাধীনতার কথা,
বলতে আমার লাগে সই প্রাণে অজস্র ব্যাথা।
স্বাধীনতা?
ওগো স্বাধীনতা মানে কি বলতে পারও তুমি
শোন, স্বাধীনতা মানে হল একখন্ড জমি।

রচনাকালঃ
১২/১২/২০১৯

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ