মুক্তির দূত

খাদিজাতুল কুবরা ২০ জুলাই ২০২০, সোমবার, ০৩:৫৮:৫২অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত,
তোমায় পাঠিয়েছেন স্বয়ং বিধাতা!
তিনি নিশ্চয়ই খুলে দেখেছেন আমার যাতনার খাতা।
দেখেছেন খড়খড়ে শুকনো রক্তাক্ত সব পাতা!

তাই তোমাকে ভালোবেসেছি বলে অনুতাপ হয়না।
মুক্তির স্বাদ পেতে বলো কে চায় না?

মিনতি করি প্রিয় একা ছেড়ো না,
এখানে ভয়াল রাত, বিভীষিকা ময় প্রভাত!
আমার ভীষণ ভয় করে, সইতে পারি না।

হৃদয়টা তোমার হৃদয়ে লুকিয়ে রাখো,
মুখটি তুলে ধরে না-ই বা দেখো।

ক্রুর দৃষ্টি রুঢ় ব্যবহার আমার নৈমিত্তিক আহার,
ভুখা চোখ দেখে শান্তির পায়রার বন্দীত্ব আর অনাহার।
বিজয় কেতন উড়াবো আবার...
যদি অধিকার পাই ভালোবাসিবার।

আমায় মুক্ত করো হে মহান,
তুমি আমার জীবনে বিধাতার বিশেষ দান।
কায়াটা পড়ে থাকুক বাঘের খাঁচায়,
তুমি শুধু মায়াটুকু তুলে নাও তোমার নায়।

আমার ভীষণ ভয় করে!
আতংকে কাটে দিন রাত কাটে শংকায়!
হৃদয়ে তোমাকে যদি না পেতাম,
হয়তো আগের মতো এখনও দিনে শতবার মরতাম।

তুমি শুধু প্রেমিক নও তুমি মুক্তির দূত,
উড়বো আমি তোমার আকাশে আশা অযুত।
তোমায় পাঠিয়েছেন বিধাতা তুমি মুক্তির দূত।

#বিঃ দ্রঃ  কবিতাটি" হামারি আদুরি কাহানী "মুভি অবলম্বনে লিখেছি।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ