মা কে

ছাইরাছ হেলাল ১১ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ১১:৪২:৫৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

উদাসী সন্ধ্যা নামছে গড়াইয়ের বুকে কুয়াশার ডানায় ভর করে ধীরে ধীরে।
দাড়িয়ে আছি মাকে নিয়ে,এই সন্ধ্যায়,মাকে নৌকায় চড়াব বলে।
মাঝি, ও...... ও...... ও...... ও মাঝি ভাই,নৌকা ভেরাও,
আমি একাত্ম,ডাকছি তোমাকে।
জলদি এসো,মাকে নিয়ে অপেক্ষা করছি যে;
আমার মা নৌকার গলুইয়ে বসবে নদীজলে পা ভিজিয়ে,কোমল জলের ঘ্রাণ নিয়ে
হাত দিয়ে খেলবে কাটাকুটি খেলা এই ঘোলা জলে,আমিও বৈঠা নেব শক্ত হাতে।
এসো এসো,এসো বলছি।
মাঝিটা দেখছি অন্ধ,কালা-বোবা। দেখে না বোঝে না,শোনেও না।
মা,মা আমার,কেঁদো না।
দেখে নিও,স্যাঁতস্যাঁতে পাতাল খুঁড়ে হলেও একদিন আমি বড় হবো,অনেক বড়।
তোমাকে নিয়ে ভাসব নৌকায়,রঙিন পাল তুলে।
নৌকা হয়ে ভেসে বেড়াব তোমাকে নিয়ে,এই গড়াইয়ের বুকে,অনেক ভালোবেসে,
ছুঁয়ে ঐ সবুজের দিগন্ত রাজহাঁসের বেশে।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ