মায়াজাল…

শুন্য শুন্যালয় ২০ মার্চ ২০১৪, বৃহস্পতিবার, ০৭:১৯:০৭পূর্বাহ্ন বিবিধ ৩১ মন্তব্য

এ এক কঠিন জাল, এর থেকে পরিত্রানের উপায় নেই, এর নাম পরীক্ষা ... 🙁 লেগেই আছে, লেগেই আছে...

তবু সোনেলা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে...

আমার প্রিয় একটা গান শেয়ার দিলাম, ভালো না লেগে যাবেই না, হুম জোর দিয়েই বলছি...

ছবি গুলো আমার প্রিয় নীহারিকা আপুর জন্য, যার কাছ থেকে অনুপ্রেরনা পেয়েছি সবসময়...

তুমি এমনই জাল পেতেছো সংসারে,

কার বা এমন সাধ্য আছে, এই মায়াজাল ছিড়ে যেতে পারে?

আমার মনের মাঝে বসে যে প্রেম, নিত্য বাজায় বাঁশি 

জগত জুড়ে তারেই খুঁজে হলাম পরবাসী, 

বন্ধ চোখে রূপ দেখি যার,

দুচোখ মেলে পাইনা খুঁজে তারে... 

আমার সুখের ঘরে দিয়ে তালা,

সুখ পিয়াসে ঘুরি,

নিজের সাথে খেলি নিজেই নিঠুর লুকোচুরি,

পূর্ণ চাঁদে দৃষ্টি দিলেই,

গ্রহণ যেনো লাগে বারে বারে... 

গানটি শুনতে চাইলে লিঙ্ক এখানে...

0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ