মার্চের সূর্য

রকিব লিখন ১ মার্চ ২০১৫, রবিবার, ১২:৪০:০৬পূর্বাহ্ন কবিতা ১ মন্তব্য

আমার স্বপ্ন দেখা চোখ; দেখবে প্রত্যুষ
রক্তজবার রঙিন রক্তে
ফাগুনের আগুনে পোড়া
ঝলসিত মূর্তির বিদীর্ণ সূর্য
যে সূর্যে লেখা আছে ইতিহাস

যে সূর্যের আলো বলে যায় আজ মার্চ
সে সূর্য; সূর্য নয়
আমার ভাইয়ের রক্ত
আমার পিতার তৃষিত আর্তনাদ
আমার বোনের সিঁথির সিদুর
আমার মায়ের বাকহীন কাব্যের মার্চ

আমি তো সেই মার্চের কথা বলছি
যে মার্চে ফাগুনে আগুন ছিল
কৃষ্ণচূড়ায় ছিল রক্তের ছোপ ছোপ দাগ

আমি সেই মার্চের কথা বলছি
যে মার্চে রাজপথ ছিল রক্তের মানচিত্র
লাল আর সবুজের পবিত্র মিশ্রণ

আমি সেই মার্চের কথা বলছি
বেয়োনেট আর গ্রেনেটের গন্ধে
উন্মাদ হয়ে ঘর ছেড়েছিল কিশোর
যুবক হাতে নিয়েছিল মৃত্যু
যুবতী দিয়েছিল দাফনে দহন হয়ে সম্ভ্রম

আমি তো সেই মার্চ আর চাই নি
আমি তো মার্চ চেয়েছিলাম
কৃষ্ণচূড়া আর পলাশের দুপুর
কিশোরে চোখে স্বপ্ন আঁকা দীপ্তি
যুবকের বুকের লাল সূর্য
বোনের চোখে কাব্যময় সন্ধ্যা
বাবার মুখে হাসি
মায়ের আঁচলে সোনার বাংলা

আমি কী পেয়েছি সেই মার্চ
উঠেছে কী সেই মার্চের সূর্য??
নিশি: ১২.০০
২৮.০২.২০১৫

0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ