রৌদ্রজ্জ্বল চমৎকার একটি দিন ছিল আজ এই শহরে। ভারি ভালোলাগার দিন হতে পারতো। হলো ভেজা দীর্ঘশ্বাসের একটি দিন।

কতো কাজ পড়ে আছে ! সকাল সকাল ঘর ছেড়ে বেরোতেই বাড়ির সামনের উঠোনে বুনো ফুলের সুবাস ! ফুল ? ফেব্রুয়ারির শেষ কেবল। এসময়ে চারিপাশে কঙ্কালসার গাছ আর বিবর্ণ ঘাস ছাড়া তো আর কিছুই অবশিষ্ট নেই ! বাস্তবের পৃথিবীতে পরাবাস্তবতা হয়তো।

আনমনে ধীরগতিতে যাচ্ছি ব্রডওয়ে ধরে। মাঝে দু'চারবার কেউ কেউ হর্ন দিয়ে বিরক্তিতে পাশ দিয়ে শাঁ করে ছুটে গেছে। কাজে কাজে কেটে গেছে বেলা। নরম, কোমল সকালটি ঝলমলে দুপুরের হাত ধরে মৃদু শীতল বাতাসে সন্ধ্যার দিকে গড়ায়। আলোটুকু মিলিয়ে গিয়ে আঁধার নামে, জীবনীশক্তি ফুরিয়ে যাওয়া বৃদ্ধের মতন। জীবন কতো অনিশ্চিত ! কেননা___

 

এই শহরে একজন মানুষ খুন হয় গতরাতে

প্রতিদিনের চেনা ঘরে তাঁর নিঃশ্বাস ফুরায়

জলজ্যান্ত উচ্ছল এক তরুন

যে দেশভাগ দেখেনি, বায়ান্ন দেখেনি, একাত্তরও না

তাঁর কি চলে যাবার কথা ছিল, নাকি সময় হলো ?

জানি, জীবনের কাছে একসময় পরাজিত হয় সকলেই

জন্মের মতোই গভীরতম সত্য যে মৃত্যু !

মৃত'রা অন্তিমে ফিরে যাবার সময় একঝাঁক যন্ত্রণা রেখে যায় জীবিতদের জন্যে

তাঁরা গল্প হয়, কবিতা হয়

তা পাঠ করে আমরা বিষণ্ণ হই, শোকবানী গাই

স্রস্টার কাছে হাত তুলে প্রার্থনার বাক্য আওড়াই

এভাবেই চলে কাল, মহাকাল

তবুও খুব জানতে ইচ্ছে করে

মানুষগুলা কই যায়, ক্যান যায়, ক্যান হারায় ?

লাশ, খাটিয়া, কফিন, কবর শব্দগুলো

বড় বেশি নির্মম লাগে ক্যান আজ ?

রিমি রুম্মান

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ