মানবিক শুন্যতা

আগুন রঙের শিমুল ২৪ নভেম্বর ২০১৪, সোমবার, ০২:৪৫:৫৫পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

হারতে দারুন লাগে,জেতার মতই
অসংখ্য হার জীবন জুড়ে,অগণন
আগুন দেখেই ছুটে যাওয়া কাঁচপোকা -
পুড়ে ছাই,তবু ছুটে যাওয়াটাই সত্যি
ছুটে যাওয়াটাই গোটা একটা জীবন।

সহজ জীবন চাইলে শুধুই পুরুষ,ঘোর সংসারী
সহজ জীবন চাইলে যাযাবর নয় কিছুতেই -
সহজ জীবনে মেটেনা তৃষ্ণা, মেটেনা কিছুই।
সহজ জীবন চাইলে সে ভুল ঈশ্বর,খুব মানবিক
হাহাকার নিয়ে কাটায় বেলা বিমুগ্ধ প্রেমিক।

শূন্যের সাথে শূন্য গেঁথে মালা গাঁথা
শূন্যতাই ঈশ্বর,শয়তান, শূন্যতাই সারকথা।

 

 

 

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ