দক্ষিণা বারান্দায় ঠাঁই দাঁড়িয়ে দেখছি,
মধ্যরাতের নিস্তব্ধ শহরটাকে।
কোলাহলময় শহরে  এখন কেমন যেনো শুনসান নিরবতা করছে বিরাজ।
মনে হচ্ছে শতবর্ষ প্রতীক্ষারত ব্যাকুল প্রিয়সী,
প্রিয়তমের বিরহে শেষ অশ্রুবিন্দুটি দিয়েছে বিসর্জন,
হয়তো এখন-ও যায়নি শুকিয়ে  সে অশ্রুচিহ্ন।
ব্যাকুল প্রেয়সীও আজ কেমন যেনো শান্ত নিশ্চুপ,
পুরো শহর জুড়ে থমথমে ভাব বিরাজমান,
মনে হচ্ছে এই বুঝি ঘটে যায় কোনো দুর্ঘটন।
ঐ দেখো নীলাকাশ আজ কেমন বিবর্ণ ফ্যাকাসে,
একটি তারাও নেই আকাশে‌।
কোথায়,কোথায় গেলি সব?
তোরা তোদের ঝিলিমিলি আলোয় আলোকিত-
করিস না কেনো আকাশের বুক ?
কি হয়েছে তোদের?
এমন গোমরা মুখো হয়ে আছিস কেনো?
ঐ দেখো দূরে ল্যাম্পপোস্টের আলো,
এমা! সেকি ল্যাম্পপোস্টের নিচে এতো অন্ধকার কেনো?
কি হয়েছে, কি হয়েছে আজ
সবাই এমন উল্টো রথে চলছে কেনো?
কোলাহলময় শহর শান্ত,নীলাকাশ বিবর্ণ ফ্যাকাসে
তারাগুলো জ্বালছে না তাদের আলো,ল্যাম্পপোস্টের নিচে ঘুটঘুটে অন্ধকার।
অহ!বুঝেছি তোদের সকলেরই মন খারাপ,
আমারই মতন?
তোদেরও বুঝি কাউকে পড়ছে মনে?
মিস করছিস খুব!
তোরা আয় তবে ছুটে সব ভুলে করি মন খারাপের গল্প,
মধ্যরাতে এই শহরটাকে মাতিয়ে রাখি  হৈ-হুল্লোড় আর গানে-গল্পে।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ