মডারেটর-এর দুষ্টি আকর্ষণ করছি

সাতকাহন ১৭ জুলাই ২০১৩, বুধবার, ০৩:৩৮:১১অপরাহ্ন বিবিধ ২২ মন্তব্য

সোনেলা ব্লগের একটি নীতিমাল খুবই জরুরি, সেই সাথে এই ব্লগের প্রথম পাতায় একজন ব্লগারের কয়টি ব্লগ পোস্ট থাকতে পারে সেই সম্পর্কেও একটি ধারনা দেওয়া দরকার। আর বড়ই কষ্টের সাথে দেখলাম এতো চমৎকার একটি পরিচ্ছন্ন সাইটে একজন ব্যক্তির তিনটি লেখা প্রথম পাতায় থাকে, সেই কারনে এই পোস্ট না করে আর পারলাম না। আশা করি মডারেটর গুরুত্বের সাথে জানাবেন একজন ব্যক্তির কয়টি লেখা প্রথম পাতায় থাকতে পারে। একের অধিক লেখা থাকার কারনে আমাদের মতো সাধারণ ব্লগাররা একটু খটকার মাঝে পড়ে যাই, এবং আমাদের ব্লগ পোস্ট দ্বিতীয় পাতায় চলে যায়। তাই আমি বিনীত অনুরোধ করবো মডারেটর এই বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন। কাফি রশিদ নামের একজন ব্লগার অনবরত পোস্ট করে যাচ্ছেন প্রথম পাতায় তার লেখা থাকা সত্বেও বিষয়টা একটু দেখবেন।

 

বিশেষ দ্রষ্টব্য : এই মুহূর্তে আমার ধারাবাহিক গল্পও প্রথম পাতায় আছে, এটা নিয়ে দুটি লেখা, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি, শুধুমাত্র মডারেটর এর দৃষ্টি আকর্ষণের জন্য এই পোস্ট।

 

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ