ভোরের সোনেলা

বনলতা সেন ১০ আগস্ট ২০১৪, রবিবার, ১১:২১:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৪ মন্তব্য

নিদ্রালু চোখে ভোরকে ডাকলাম। সাড়া পেলাম না। আবারও ডাকলাম। সাড়া পেলাম ক্ষীণ।
গা ঝাড়া উঠে দিয়ে চোখ কচলে দেখি সে আমারই হাত ছোঁয়া দূরত্বে। স্বস্তির নিঃশ্বাসে ভোরকে জিজ্ঞেস করি –এই ভোর , সোনেলাকে চেনো ? গিয়েছ কি কখনও-সখনও সোনেলা দেশে ? দেখেছো কি দূরে বা কাছে থেকে ?

শুনেছি , যেতে হয় -মেঠো পথে পা ফেলে ফেলে রাঙা ধুলোর গন্ধ গায়ে মেখে বটের ছায়ায় জিরিয়ে জিরিয়ে সোনালী সবুজ ধান ক্ষেত পেরিয়ে কোন এক দিনরাত্রির সীমানা ছুঁয়ে ছুঁয়ে ? যেতে হয় – ডাগর চোখের নাচুনে রোদের খেলা দেখতে দেখতে , আস্তে -সুস্থে সোঁদা নির্জনতার চন্দন বৈভবের লতাগুল্মে ঢাকা মায়াবী পথ পেরিয়ে ?

ওখানে কি বিল বা ঝিলের জলে শাপলা-শালুক দেখতে পাব ? যদি তুলতে চাই ,তাও কী পারব? পদ্ম পুকুর আছে ? দেখতে পাব নীল ট্রাউজারের ফোলানো ব্যাক পকেটের কেউ যাচ্ছে হেঁটে শিশির গা ছুঁয়ে ছুঁয়ে ? আমি কি শঙ্খ বাজিয়ে বালুকাবেলায় ঝিনুক কুড়োতে পারব ? সরোবরের স্বচ্ছ পানিতে পা ডুবিয়ে দিগন্তে ডানা মেলা সাদা রাজহাঁসের উড়ে চলা দেখতে পাব ? নিঝুম হৃদয়ের নীল পদ্ম ? সেখানে কি শঙ্খচিল বা শালিকেরা থাকে ? শিশিরের বৃষ্টি ? কাঠ বেড়ালি ,পাখনাওয়ালা মাছ , নাম না জানা গানের পাখি বা হাতি শিশু ? নাছরিন,শকুন্তলা, প্রিয়ংবদা,অনুসূয়া ? সোনালী বিকেল, প্রশস্ত সকাল ও গনগনে মধ্য দুপুর ?
আছে কি ঝিলাম ,চেনাব ,রাভি, বিয়াস ও শতদ্রুর (পঞ্চ নদ) জলধারা ?

সুগন্ধি রাতে চাঁদ চুইয়ে পড়া জ্যোৎস্নায় হৃদয়ের তোলপাড় নিঃশ্বাস নিয়ে কাচ সমুদ্রে নুড়িদের গুণ গুণ সুর শুনতে পাব ?

জড়িবুটিওয়ালা ছদ্মবেশী কবিরাজের দল,যারা চোখ রাখে,দাঁত দেখে,দাঁত দেখায়,চোখ ও পাকায় ? ব্রহ্মদৈত্য,শাঁকচুন্নি,মামদো বা মেছোভূত আর কপালচোখ শিংওয়ালারা থাকে ? দিগ্‌গজ গুচ্ছের কবি, লেখক,নবীন নাপিত,বুড়ো ভাম বা কামাক্ষী মন্ত্রক ? নেই তো কোন মর্দেমমিন জাঁহাবাজ মুৎসুদ্দি,যে আমার কলম কেড়ে নিতে চাইবে ?

ভোর , তোমাকেই ছুঁয়ে বলছি -ওখানে কি ছায়া বীথির হরিয়াল বন আছে ? নিঃশঙ্ক দ্বিধাহীন রুদ্রাক্ষের সন্ন্যাসী , ক্রুশবিদ্ধ যীশু ?
বলনা ভোর ---ওখানের বাতাসে নাকি সাবান লোবান আর কর্পূরের গন্ধ ভেসে বেড়ায় ?

আছে সবই ওখানে। আরও আছে অজানা অনেক। আমারও আছে স্বজন সেখানে।
তবে রূপকথার সোনেলা দেশে না যাওয়াই ভাল।

0 Shares

৫৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ