ভূখা অক্ষর

বন্যা লিপি ২০ জুন ২০২২, সোমবার, ১২:৫৬:২৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

শুধু নির্বোধ কিছু অক্ষর থেকে বিচ্ছুরিত হতেই থাকে অস্ফুট ছুটে চলার নিঃশর্ত দাবি-দাওয়া।

নিঘুম  মন;  রাত চড়ে বেড়ায় আরশোলা পায়ের ছাপে। স্বপ্নভূখ  অমাবশ্যার পেট কেটে নেমে আসে ভোরের জীবন;

যে জীবনে হতচ্ছারা সব সময়ের কাটাকুটি চলতেই থাকে, ভাগ-গুণ-আর ঐকিক নিয়মের ভুলে ভরা ফলাফল। বাস্পীয় জলের রূপ  জমে থাকে ঘাসের শরীরে । সেও যেন প্রাচীন সেইসব বামুন ইচ্ছেদের প্রকাশিত বেহায়া বিজ্ঞাপন!

আষাঢ়ে গল্পের হাত ধরে ধরে চৈতন্যের খোয়াবে কদম্ব ফুলেদের হাসি লুটোপুটি!

বানভাসি কোমড়সমান জলে হা'ভাতের আঁকড়া ; বিভক্ত সব কাটাকুটির ভাগবাটেয়ারায় আলোর নিভু নিভু হাহাকার.....

তবে আর কোথায় খুঁজে ফেরা শব্দের ব্যতিবিচার!!!

যে অন্ধকার গিলে নিয়েছে সর্বস্ব স্বপ্ন! তার পেট চিরে নেমে আসে রোজ সিমাহীন ভোরের আয়ুরেখা।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ