ভাষার পোষাকী উৎসব

নীলাঞ্জনা নীলা ১১ এপ্রিল ২০১৯, বৃহস্পতিবার, ১২:০৩:০০অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

এক -

ভেঙ্গে ভেঙ্গে একেক শাসক আসে,
জীবনের নিয়ম-নীতিকে আয়ত্তাধীন করতে।
সবকিছুকে ফুলিয়ে-ফাপিয়ে,
এলোমেলোভাবে(অন্যভাবে বলা যায় সবকিছুকে বদলে দিয়ে) অচেনা-অজানাকে ছাপিয়ে দিয়ে
আমায় দেখায়
ভাষার সূক্ষ্ম কারচুপিতে কথার আঁচলে ফুটে ওঠে জারদৌসি অক্ষর।

দুই -

কী তীব্রগম্ভীরতর দিনাতিপাত!
তারিখের গায়ে কোনো শোক নয়,
লেগে থাকে পোষাকী উৎসব।
একেক মাসের,
একেক দিনের,
একেক ঘন্টার সেল্ফিতে বর্ণিত হয় আভিজাত্যপূর্ণ সঞ্চালন
বর্ণমালা সারা গায়ে লেগে থাকে,
কিন্তু আমি বাংলা জানিনা।

হ্যামিল্টন, কানাডা
২০ ফেব্রুয়ারি, ২০১৮ ইং।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ