ভালো থেকো অনির্বাণ

সুপর্ণা ফাল্গুনী ২৫ জানুয়ারি ২০২১, সোমবার, ১২:০০:১৪পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

হয়তো তোমার যোগ্য হতে পারিনি তাইতো শপথের বৈধতা- নির্বাচনী ইশতেহারের মতো ভেঙে দিলে;
তোমার হৃদয়ের আসন পেতে অলিখিত মনোনয়নপত্রে-
মনের সর্বস্ব গচ্ছিত রেখে ছিলাম;
সেখানে কম যোগ্যতাসম্পন্ন হয়েও শুধুমাত্র মিথ্যের কারসাজিতে-
রাতের আঁধারে মসনদ দখল করে নিলো লিখিত চুক্তিপত্রে।
একশত আটটি নীলপদ্মে- মাল্যদানে বাধিত করিনি;
সমুদ্র মন্থনে হলাহল পানে সর্বাঙ্গের নীল খামে বার্তা সংস্থার বাহক হতে বলিনি।
প্রেমকে বেসাতি করে- নির্বাচিত প্রার্থীনির পোস্টারে ছেয়ে দিলে তোমার মনের অলিগলি;
তোমার বুকের পাঁজরে প্রবেশাধিকারে সিলগালা করে দিলে- নিষেধাজ্ঞা আরোপে।
তোমার মনের সিংহাসন-জয়ী প্রার্থীনিকে নিয়ে-
ভালো থেকো অনির্বাণ।

 

ছবি-গুগল

রচনাকাল-২২শে জানুয়ারী ২০২১

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ