ভালোবাসা

সাখিয়ারা আক্তার তন্নী ২৩ অক্টোবর ২০১৯, বুধবার, ১১:১৭:৪১অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

আচ্ছা,
আমায় বলবে তুমি ভালবাসা কি?
শরীরের বুঝি তার বহিঃপ্রকাশ!

তুমি ছুঁয়ে দিলে তাকে ভালোবাসা বলে?
তুমি ছুঁয়ে দিলে নাকি জাত ধর্ম চলে যায়।
তবে কি সমাজ, সংসার আমায় অচ্ছুৎ ভেবে দূরে ঠেলে দিবে?
আমার যে ভয় হয়!
ঈশ্বর কি আমায় নরকে দেবেন?

আচ্ছা ভালোবাসলে বুঝি হিংসে হয়!
তোমার সে নাম না জানা প্রেমিকাকে আমার বড্ড হিংসে হয়,
যাকে তুমি এখন ভালোবাসো
ইচ্ছে হয় তাকে আছরে,কামড়ে শরীরের জ্বালা জুরোই।

কতোটা অবুঝ আমি,
ধরেই নিয়েছি আমি ছাড়া তুমি আর কারও হতেই পারো না
ভুলেই গেয়েছিলাম আমি তোমার দাসত্বের শিকলে বাঁধা হলেও,
তুমি আমার নও।

তুমি হয়তো সে দিন অমন করে না বললে,
কোনোদিন হয়তো বিশ্বাস করতামই না,
তুমি অন্য করো।

সে যাই হোক;
বলবে আমায় ভালবাসা কেমন করে হয়,
আর কি করেই বা হারিয়ে যায়!

আমি জানি না ভালোবাসলে কোথায় যন্ত্রনা হয়,
শরীরে?
নাকি মনে?
ভুল বলছি হয়তো,
তাই না!

ভালোবাসলে শরীরে বা মনে কোথাও যন্ত্রনা হয় না,
অন্তত বিজ্ঞান তো তাই বলে।
ভালোবাসলে যন্ত্রনা হয় মস্তিষ্কের নিউরনে।
ঠিক বুঝে উঠতে পারি না কোথায় যন্ত্রনা হয়,
বলবে তুমি ভালোবাসা কি করে ভুলে যেতে হয়?

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ