ভালোবাসার প্রকার ভেদ

উর্বশী ৬ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ০২:৪২:৪৫অপরাহ্ন অন্যান্য ২৭ মন্তব্য
  1. মানুষের শিক্ষা, রুচি এবং অভ্যাস অনুযায়ী ক্লিনিক্যাল সাইকোলজির মতে ভালোবাসা হচ্ছে মানব আচরণের ৩টি উপাদানের সমষ্টি । এগুলো হচ্ছে যথাক্রমে -

 

১। আসক্তি ( Passion)।

২। ঘনিষ্ঠতা (Intimacy)।

3।প্রতিশ্রুতি ( Commitment)।

 

মানুষভেদে আবার এই ভালোবাসা  ৮ প্রকারের হয়ে থাকে।

যথাক্রমে -

 

১। None Love.

এখানে পরস্পর পরস্পরকে দেখেই এক ধরনের ভালোলাগা কাজ করে কিন্তু উপরোক্ত তিনটি উপাদানের মধ্যে Passion, Intimacy and Commitment কোনটিই উপস্থিত থাকেনা।

 

২। Liking Love.

এ ধরনের ভালোবাসায় শুধুমাত্র Inimacy থাকে।

Passion and Commitment অনুপস্থিত থাকে।

 

৩। Infatuation Love.

এ ধরনের ভালোবাসায় শুধুমাত্র Passion থাকে।

Intimacy and Commitment অনুপস্থিত থাকে।

 

৪। Empty love.

এ ধরনের ভালোবাসায় শুধুমাত্র Commitment থাকে।

Passion and Intimacy অনুপস্থিত থাকে, যেমন - বিয়ে।

 

৫। Romantic love.

এ ধরনের ভালোবাসায় Intimacy and Passion থাকে কিন্তু Commitment থাকেনা ।

 

৬। Companion Love.

এ ধরনের ভালোবাসায় Intimacy and Commitment থাকে ।

কিন্তু Passion অনুপস্থিত থাকে।

 

৭। Virtual love.

এ ধরনের ভালোবাসায় Passion থাকে ।

Intimacy and commitment থাকেনা ।

 

৮। Consummate love.

এ ধরনের ভালোবাসায় Passion, intimacy and Commitment তিনটি উপাদানই একসঙ্গে বিদ্যমান থাকে ।

 

উপরোক্ত ভালোবাসার শ্রেণী বিন্যাসের আলোকে আপনিও ভেবে দেখতে পারেন, আপনি কোন ধরনের ভালোবাসায় জীবন যাপন করছেন । কোন ধরনের ভালোবাসা আপনার পছন্দ ?

কোন ধরনের ভালোবাসায় আপনি অভ্যস্ত ?

 

ভালোবাসার প্রকারভেদ। বিভিন্ন পত্র,পত্রিকায় পড়া,বিভিন্ন জনের লেখা  ও জানা  বা সংগ্রহ করে লেখা।ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি।

সবার জন্য সোনেলার ভালোবাসা অবিরাম।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ