ভালোবাসার অভিসার

প্রদীপ চক্রবর্তী ১১ জুলাই ২০২০, শনিবার, ০৪:১৮:৫১অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

সবুজাভ অর্কিডের পাতায় অনুভূতি রয়,
সুপ্তির কালে পাতা হলুদে অকৃত্রিম হয়।

অজস্র বিটপীতে বয়ে চলে
পাহাড়সম ভালোবাসা,
পত্ররন্ধ্রে ছুঁয়ে আছে অন্তচিত্তের আশা।
নিদারুণ অনুভূতি হারিয়েছে নাব্যতা,
আবেগের চাদরে মুখ মুড়িয়ে
রোদের সাথে সমঝোতা।

সদ্যভোরের গোপন আলো
ছড়ায় আপন উচ্ছ্বাসে,
সাদাকালো অনুভূতি নিমিষে যায় অকালে ডুবে।

কঠিন পাথরের গায়ে সবুজে ঘেরা শ্যাওলা ফার্ণ,
অনুভূতির হৃদয়ে যার সমসন্ধি পরিত্রাণ।
অভিসারের বাতায়নে পূর্ণচন্দ্রের অমানিশা,
সবুজাভ পাতার গায়ে বয় অনুভূতির কুয়াশা।

পত্ররন্ধ্রে জমানো মোহনীয় রজনী,
মনের মন্দিরে যদি বাজে ভালোবাসার প্রতিধ্বনি।

.

ছবি : গুগল।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ