ব্যাস্ত শহর ছেড়ে একটু শান্তির প্রত্যাশায়।

পথিক ১ আগস্ট ২০১৩, বৃহস্পতিবার, ০২:৪১:১৮পূর্বাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

জীবনের তাগিদে ছোটে চলেছি আমরা প্রতিনিয়ত এখান থেকে সেখানে ।কর্মব্যস্ততা  আমাদের ঝেকে বসেছে। মাঝে মাঝে খুব হাপিয়ে উঠি। মিস করি সে দিনগুলি যে দিনগুলি গ্রামে কেটেছে। এখনও গ্রামে গেলে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারি। সেই দিনগুলি আসলেই কত না ভাল ছিল সেই গ্রামের পথে ঘুরে বেড়ানো ছেলেদের সাথে দলবেঁধে খেলাধুলা বা হই হুল্লোড়। কাঠফাটা দুপুরে পুকুরে ঝাপাঝাপি। সবই এখন শুধু স্মৃতি । শরের এই যান্ত্রিক জীবন সব কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত। এই জঞ্জাট থেকে একটু রেহাই পেতে মনচায়। সামনে ঈদ একটা উপলক্ষ পাওয়া গেল তাই এই কথা গুলা আরও বেশী মনে পড়ছে। এখন হয়ত ছেলেদের সাথে হই হুল্লোড় করা হবে না তাদের সাথে পুকুরে ঝাপ দেয়া হবে না কিন্তু গ্রামের সেই চিরচেনা পথ চিরচেনা বাতাস চিরচেনা গাছপালা ঠিকই আমায় আপণ করে নিবে। প্রিয় গ্রাম আমার আমি আসছি।  কে কে আছেন যারা আপনাদের ছেলেবেলা মিস করেন?? গ্রামে যাওয়া নিয়ে কে কতটা উৎফুল্ল??

আমার লেখাগুলা ফেসবুক স্ট্যাটাস হয়ে যাচ্ছে আমি জানি এটা ব্লগের সাথে মানান সই না। কিন্তু সারাদিন কাজ করার পর আর এনার্জি পাই না। লিখতে বসলে ভুলে যাই তাই যা মনে আসে লিখে ফেললাম। আশা ব্লগার বন্ধুরা ক্ষমাসুন্দর দৃষ্টিদিয়ে দেখবেন। চেস্টা থাকবে পোস্টের মত পোস্ট করার।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ