বৈশাখী যামিনী

সুপর্ণা ফাল্গুনী ১৩ এপ্রিল ২০২০, সোমবার, ০৬:৩৯:০৫অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

বিশাখানক্ষত্রযুক্তা পূর্ণিমায় তটিনীর লহরীতে দুধেল শুভ্রতা;
সারি সারি লহরী আছড়ে পড়ছে বিদীর্ণ , বিস্তীর্ণ তটের আবক্ষে।
তেপান্তরের মাঠে মোহন বাঁশির সুরে বিমূর্ত যামিনী আকন্ঠ নিমজ্জিত;
অভিলাষের জোয়ারে ভেসে যায় কামার্ত তনুমন।
আলস্য-নিমগ্নতায় ছুঁয়ে যায় প্রকৃতির বিরান ভূমি;
শ্রান্ত-অবিশ্রান্ত কায়াখানি নিস্তেজ, নিগূঢ় পড়ে রয় মেটো শয্যায়।
তলদেশে জলজ জনেরা নৃত্য-গীত করে-
আর টপাটপ মনুষ্য-ফাঁদের বলয়ে অবরুদ্ধ হয়।

খেয়াপাড়ে দিনান্তে বাঁধা রয় সারি সারি তরণী দল।
উদোম নীলাম্বর অপলক চেয়ে রয় অবারিত সবুজের পানে;
যেথায় সমীরণ দোদুল্যমান শষ্য-ভূমে।
নব-আগমনের বীজ বপিত হয় রজঃস্বলার ভ্রূণে।
আঙ্গিনায় ফলবতী আম-জাম-লিচুর ঠোকাঠুকি;
বাতাসে ছড়ায় মধুমাসের আগমনী বার্তা।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ