বৃষ্টির ক্রন্দন

আলমগীর সরকার লিটন ১৪ আগস্ট ২০২২, রবিবার, ১০:৪০:২৮পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

সেই দিন পূর্ণিমা রাতের গায়ে,
মনোরম বিজলিবাতি জ্বলছিল!
তাঁর মনের গভীরে এতোটুকু
সাহস হারানি;বিশ্বাসছিল অটুট!
মলিন ঠোঁটে বলে উঠত-কে- কে
রক্তের গঙ্গা ঝরাবে? অথচ ওতপেতে
হায়নার দল- তাজা রক্ত ঝরাল;
এই রক্ত বাংলার প্রতিটি প্রাণীর!
টক বগে রক্ত- বজ্রকম্পোনের মতো
প্রতিধ্বনি হলো সারা দেশ জুড়ে
বৃষ্টির ক্রন্দনে চিৎকার আওয়াজ;
চারিদিকে আঁধার আফসোস; কি
হারালাম শুধুই নোনা জলে অম্লান
করে গেলো শোকে অন্তর পুড়ে খাঁটি।
৩০ শ্রাবণ ১৪২৯, ১৪ আগস্ট ’২২

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ