বৃষ্টির পাশে বসে
বৃষ্টিকে কাছে নিয়ে ভিজতে কার না ভাল লাগে,
আনমনে মিহি আনন্দের উচ্ছল-উচ্ছ্বাস-উল্লাসে,
গান গাইতে, গান শুনতে;

ছুঁড়ে দেয়া জলটুকু গায়ে মেখে,
একটু জল ছুঁড়ে দিতে,
তোমার প্রান্ত সীমায় আলগোছ-আলস্যে;

জোনাক-আলো শেষে, শিশির ভোরের আলো ছুঁয়ে,
এই ভেজা ভেজা জলের সাথে জীবনের জড়িয়ে থাকা
প্রফুল্লের শুরু থেকে শেষের শেষে;

ক্ষণিকের আলাপ-অপরিচিততায় অস্তিত্ব ঋণ নিয়ে
অনাবিল আনন্দের জল কণায় নিজেই নিজেকে
জ্বালিয়ে রাখি, চোখের নব নব সূচনায়, স্নান-মেঘের পরশে;
আকাশের ভিড়ে জল-মেঘ এখন আগন্তুক নয়
আকণ্ঠ সান্নিধ্যের জল-পান সে এবার করাবেই, আঁজলা ভরে;

ছবি নেট থেকে।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ