বৃত্ত ভাঙো

হালিম নজরুল ১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৬:৫৭:৪৯পূর্বাহ্ন কবিতা ২৬ মন্তব্য

বৃত্ত ভাঙো
হালিম নজরুল

বৃত্ত পরায় পায়ের বেড়ী
হাতকড়া দেয় হাতে,
বৃত্ত বাড়ায় কারার দেয়াল
আঁধার নয়ন পাতে।

বৃত্ত সৃজে আপন ও পর
ভেদাভেদের দেয়াল,
বৃত্ত চেনায় উচ্চ নীচু
কেউ কি করো খেয়াল?

বৃত্ত ভাঙো বিত্ত বাড়াও
বাড়াও আলো নিত্য,
এ বিত্ত নয় অর্থকড়ির
বিত্ত তোমার চিত্ত।

চিত্তে জ্বালাও আলোর মশাল
সাম্য আনো ডেকে,
সুখের হবে বসুন্ধরা
আঁধার যাবে ঢেকে।

-----------------0 0----------------

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ