বৃত্ত বন্দীত্বে

ছাইরাছ হেলাল ১১ জুন ২০২০, বৃহস্পতিবার, ০৮:১১:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৮ মন্তব্য

 

অক্ষর বৃত্ত, স্বর বৃত্ত, মাত্রা বৃত্ত, আরও আরও কত শত শত
জানা-অজানা বৃত্ত-ফাঁদে বন্দী হতে হতে বিনির্মাণে নরক, নরকের যন্ত্রণা!
থেমে যাইনি/থাকিনি/থাকবো-ও না।

তাই বলে কামিনীর ঝোপ-ঝাড়ে উঁকি দেবোনা!
ওঁত পাতবো-না নৈশব্দদের গুপ্ত ভাণ্ডারে! খুঁজবো-না
অতিশব্দ, প্রতিশব্দ, পরাশব্দ, শ্লীল-অশ্লীলতা,
পরস্পর মিত্রতার ছলে! সেটি হতে দিচ্ছি না;

হলুলুলু বা চেরাপুঞ্জি বা আন্দামান বা সফেদ তাহিতি
দেশ বা বিদেশের বিভূঁইয়ে!
পাগলুলু হতে হতে তাকিয়ে দেখবো,
তরঙ্গিণী ঠোঁটের বুদবুদ, জোড়া বেঁধে উড়ে যাওয়া গাংচিল!

খুঁজে নেব ভেষজ খাদ্য-দানা, সুখ-অসুখের পরিত্রাণে।

ছবি নেটের।

0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ