বৃক্ষদর্পনে মানুষ

হালিম নজরুল ৮ মে ২০২০, শুক্রবার, ০৮:০৭:০৯অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

স্বর্গ-পার্কের দিকে হেঁটে চলেছে এক ক্লান্ত পথিক,
তার চোখের তারায় পায়চারী একটি বিনিদ্র বৃক্ষের।

বৃক্ষটির ছায়া পড়ে তার হৃদয়ের জানালায়।

ছায়াপাতে একদিন তার খুব বৃক্ষ হতে ইচ্ছে হল।
অবাক বিস্ময়ে বৃক্ষটি বলল-
-আমাতে তুমি কি দেখ যাতে বৃক্ষ হতে চাও?
-ফুল,ফল,জোনাক,পাখি,রূপময় সুন্দর পৃথিবী
চন্দ্র,সূর্য,গ্রহ,নক্ষত্র,এমনকি সকল শুভ পরম্পরা।
-আমারও না খুব মানুষ হবার ইচ্ছে ছিল,
কিন্তু যেই না মানুষের আয়নায় রেখেছি চোখ,
দেখি মানুষগুলো কেমন যেন ইঁদুর হয়ে যাচ্ছে।
ইঁদুর থেকে সাপ,অভিশাপ,হায়েনা-কুকুর,
এমনকি ইবলিশের প্রেতাত্মা হয়ে যাচ্ছে সব।
-তবে! তবে কি আমার বৃক্ষ হওয়া হবেনা আর!
কল্যাণময়ী তোমার মত।
-হবে।আগে তোমরা মানুষ হয়ে ওঠো আবার।
আমিও মানুষ হবো।
চলো আমরা মানুষ হই। সৃষ্টির সেরা জীব।

**----------------------------------------**

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ