বিরান বিষাদভূমি

রোকসানা খন্দকার রুকু ৮ এপ্রিল ২০২১, বৃহস্পতিবার, ১০:১৫:৪৭অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

পাশেই ব্যস্ত সড়ক।

রাত যত বাড়ে, মানুষের অস্থির পদচারণা ম্লান হয়ে আসে,

শিশির জমে নাগরিক ধূলিকণায়; আরো রাত হয়,

বড় বড় গাছগুলো দাঁড়িয়ে থাকে ঠায়,

কংক্রিটের প্রাংগণে তাদের ছায়া হয় আরো দীর্ঘ।

এরপর শুধু জেগে থাকে রাত আর তিনটা কুকুর।

হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে,

অথচ আমার বিরান বিষাদভূমি

ছুটে যেতে চায়--- পথ যায় পায়ে পায়ে থেমে;

এক গ্লাস অন্ধকার ছিটিয়ে দিলে শিশিরের দেয়ালে,

দেহাতি গানের সুর ভেসে আসে ।

অভিমানের খেরোখাতা ভারী হয়

ঢেকে যায় চোখ,

আংগুলের নখে কারো ।

ছবি- নেট থেকে

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ