বিরহের দান

সুপর্ণা ফাল্গুনী ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার, ০৪:০০:০৪অপরাহ্ন কবিতা ৪১ মন্তব্য

 

মানবগ্রন্থিতে রসের ধারা উছলিয়া ওঠে,
ক্ষণে ক্ষণে দ্রৌপদী প্রত্যুৎপন্নমতি আৎকে ওঠে।
নিমীলিত পলকে নিরুদ্ধ ভাবনার অজস্র দৃশ্য চিত্রিত-
জ্যা-এর নীলাভ দ্রাঘিমাতে ক্লান্ত পাখিরা নীড় খোঁজে,
অন্তঃসলিলা তটিনীতে আবির-ধারায় তৃষ্ণা শায়িত।
শ্বেত-শুভ্র আইভরিতে খোদিত সৌন্দর্য আয়োজন;
তপ্ত বিজনপ্রদেশে বেদুইন শ্যামলিমা এঁকে যায়।

পীথাগোরাসের উপপাদ্য শাস্ত্রীয় নকশার প্রতিপাদ্যে-
গৃধ্রের আগমনে বিউগলে করুণ আবহ ছক কষছে।
অতিযত্নে লালিত অর্কিডে- ভূমিতে মসের অন্ন লুন্ঠন,
চন্দ্রের অভিমানে  নভোঃ দ্বীপে আঁধারের নিকষ-শিখা।
চিতাগ্নির দহনে দিবানিশি জ্বলছে হৃদয়ের-কাষ্ঠ ভান্ডার;
কৃষ্ণ বিনে রাধা বিরহের বাঁশরীতে অপেক্ষায় ন্যুজ্ব,
ভালোবেসে ললিতা অবরুদ্ধ জীর্ণশীর্ণ কুটিরে।
ভৈরবী আশাবরী সুর-মূর্ছনায় কিশোরীর উদোম পায়ে-
শিঞ্জনের ঝংকার চারদেয়ালে প্রতিধ্বনিত নিসর্গ রাত্রিতে।
অম্ভোধিতে বিষাক্ত-নাগিনের হলাহল বর্ষণধারায়-
ত্র্যম্বকের শ্বেত-সর্বাঙ্গে  নীলাচল বিছায় সঙ্গোপনে।

0 Shares

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ