বিয়ে

সুপর্ণা ফাল্গুনী ২৭ ডিসেম্বর ২০১৯, শুক্রবার, ০৩:৫৭:০২অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

আঠার বয়স পার হলো,
মেয়ের বয়স বিশ হলো।
বিয়ে করতে হবে আজ,
তাই মেয়ের চোখে লাজ।
বিয়ের কথায় জাগে শিহরণ,
তাইতো বেড়ে গেলো হৃৎস্পন্দন।
বিয়ে বিয়ে সাজ উঠেছে,
তাইতো বিয়ের ফুল ফুটেছে।
বিয়ের নামে পাড়া-পড়শী,
গলায় গাঁথে প্রেমের বড়শি।
প্রেম করে মেয়ের বিয়ে হবে,
মেয়ে কি চিরকাল সুখী রবে?
মেয়ে তো নয়- ডানাকাটা পরী,
মেয়ের চোখে স্বপ্ন উঠলো ভরি।
মেয়ে শুধু খিলখিলিয়ে হাসে,
ভবিষ্যতের সুখ-স্বপ্ন চোখেতে ভাসে‌।
রাজপুত্তুর ছেলে যেন ,
কোথাও খু্ৎ নাইকো জেনো।
ছেলে দেখে সবাই খুশী,
সবার মুখে লাগলো হাসি।
পাড়া-পড়শী সবাই হাসে,
বাবা-মায়ের চোখে জল ভাসে।
ছেলে মেয়ের হাত এক হলো,
আত্নীয়-স্বজনদের চিন্তা কমলো‌।
ছেলে মেয়ে যাচ্ছে চলে,
বাড়িটাকে ফাঁকা ফেলে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ