বিবর্ণ-ধূসর জীবন

সুপর্ণা ফাল্গুনী ১৯ জুলাই ২০২০, রবিবার, ০৭:০০:০২অপরাহ্ন কবিতা ২৮ মন্তব্য

 

বিবর্ণ চাদরে মোড়ানো ভালোবাসা,
ধূসরতার আদরে স্বপ্নের বসবাস।
ছিন্নভিন্ন , জরাজীর্ণ নীল চাঁদোয়ার ফাঁক গলে-
দুঃখরা রঙীন বাসরে অভিসারে মত্ত মর্ত্যলোকে।
গন্ধহীন, স্পর্শহীনতায়  বাসনারা আজ ক্ষুধার্ত;
পঁচা শামুকে ক্ষতবিক্ষত কুমারী-বেশ্যার নারীত্ব।
তারারা জ্বলছে আত্নাবিহীন অন্তিম-যাত্রার অর্পণে;
জ্বলছে সঞ্জীবনী-শিষ রুধির বক্ষে দেবীর চরণতলে।
অশ্রু জলপাতায় মহাকাব্যের পৌরাণিক ধারাপাত
বয়ে চলে নিরবধি লহরী বেয়ে বেয়ে।
ক্ষয়িষ্ণু দেহটাকে টেনেহিঁচড়ে গ্যালাক্সীর গন্তব্যে,
নগ্ন খোঁড়া পায়ে হেঁটে চলে যোজন যোজন আলোকবর্ষ।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ