দু'হাতে টিপে ধরে আছি কপালটা
গত ক 'দিন দপদপ করছে
অসহ্য।
হঠাৎ কি হলো পৃথিবীর?
এত অস্হিরতা এত শঙ্কা!
নিঃশ্বাসে রক্তের গন্ধ, মানুষের রক্ত।
নাকি ওরা কেউ মানুষ নয়!
ছিলোনা কখনো!
মানুষ হলেতো এমন হওয়ার কথা না।
কাক কি কখনো খায় কাকের মাংস????
একমুহুর্তও মনোনিবেশ করতে পারছি না
কো.........থা............ও
পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত
সমস্ত সভ্যতা যেন মেতেছে ধ্বংসের নেশায়।
আজ ঢাকা তো কাল নিসে
মিউনিক রুশ মদিনা সর্বত্র।
নিজেই নিজেকে ধ্বংসের অদম্য নেশা।
হয়তো আম্ফিট্যাফিনের উন্মত্ব নেশায়
অস্বীকৃত হয় মাতৃজঠরও।
মায়ের নাভীর টানও টানেনা ওদের।
প্রেমহীন ধোয়াটে চোখে হায়েনার হিংস্রতা
তাই কি ক্যাপ্টাগনের উন্মত্ব ধারালো ছুরি
ছিন্ন করে তারুশীর শরীর
বার -বার -বার -বার।
উফ অসহ্য অসহ্য।
কি করে ভুলে থাকি তিন সপ্তাহেরও বেশী
লাশঘরে পড়ে আছে পাচঁটা তরুন।
উজ্জ্বল তরুন। বেওয়ারিশ না তবুও।
ওদেরতো সারাটা বিকেল- সন্ধা
রাস্তার মোড়ে আড্ডা দেয়ার কথা ছিলো।
গিটার কিম্বা সেক্সোফোনে
সুর তোলার কথা ছিলো।
প্রেম করার কথা,অভিমানী প্রেমে নিঃসঙ্গ -
রাত চাঁদের সাথী হওয়ার কথা।
ভয়ঙ্কর হী.....ম.....ঘ.....র
ওদেরতো ওখানে থাকার কথা না।
কিছুতেই ভুলতে পারছি না।
ওদের মা বাবার কথা।
নাভীমূলে চিনচিন করে ওঠে মাতৃত্ব ব্যাথা।
কপালটা ব্যাথায় ফেটে যাবে বোধহয়।
চোখ দুটো জোর করে বন্ধ করে ফেলি।
ইচ্ছা হয় জোর করে স্বপ্ন দেখি
ভোরের বারান্দায় দাঁড়িয়ে আছি
নির্ভয় নির্ভার।শঙ্কাহীন বুকে,
বন্দুকের গুলি নয়,
কাছের স্কুল থেকে ভেসে
আসছে জাতীয় সঙ্গীতের সুর।
আমাদের ছেলেরা হাসছে।
ধরনীর এ প্রান্ত থেকে ওপ্রান্ত জুড়ে
বেঁজে চলুক সেই পুরাতন বানী
"সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই "।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ