বাহান্নর গল্প-১

নীলকন্ঠ জয় ১৪ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০৯:১৪:১৭অপরাহ্ন এদেশ, কবিতা, মুক্তিযুদ্ধ ১৬ মন্তব্য

তুমি বলেছিলে,"বাংলা তোমায় মানায় না,
বাঙ্গালী মানে আনকালচারড,ফেলনা।
রূপের বড় অভাব,
সেকেলে ভাবটা আজো গেলোনা।"
আমি শুনেছিলাম,ক্ষুব্ধ হয়েছিলাম;
লুকিয়ে রেখে ক্রোধ, প্রশ্ন করেছিলাম,
"এই কি তোমার বিবেক?
এই কি তোমার বোধ?"

ইতিহাসের পাতা উল্টে দেখো,
পিছন ফিরে তাকাও
খুব বেশি দূর নয়,
বাহান্ন সালের ক্যালেন্ডারের পাতায়
চোখ রাখো ফেব্রুয়ারীতে,উত্তপ্ত ঢাকার রাজপথে;
আমার মায়ের কন্ঠ রোধ করতে চেয়েছিলো হায়েনেরা
আমার তৃষ্ণার্ত হৃদয়ের কামনাকে খুন করে
উর্দু নামক বিষ তুলে দিতে চেয়েছিলো শকুনিরা।।

বিষাক্ত,নীলাভ কুৎসিত কিছু হায়েনা
হন্তারকের বেশে ঘোরে পথে পথে,
বেয়োনেট হাতে,বুট ঠুকে ঠুকে,
বাজায় মৃত্যুর দামামা;
ওদিকে শিমুল তলে, মৃত্যুর শপথ নিয়ে
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সালাম-বরকতেরা
নেমে আসে রাজপথে
গর্জে ওঠে মিছিলে শ্লোগানে।

রক্তের দাগ?
একুশ তারিখে ফিরে যাও
বেয়োনেটের মুখে,স্বপ্নচারীদের ভিড়ে
দেখতে আমায় পাও?
আমিই রফিক, আমিই বরকত-সালাম
রক্তমাখা বুক চিতিয়ে গাইছি বাংলার জয়গান।
কৃষ্ণচূড়ার লাল, রক্তের লাল মিশে একাকার
একুশ তারিখেই ছিনিয়ে এনেছি ভাষার অধিকার।।”(অসমাপ্ত)

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ