বাস্তবতায় নিষিক্ত অকবিতা

আগুন রঙের শিমুল ৮ অক্টোবর ২০১৪, বুধবার, ০৯:২১:৩১অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

তোমাকে দিয়ে যাই পথের দিশা ,যে পথের নাম সুদূর
যেতে যেতে, যেতে যেতে তোমাকে দেখাই আলোছায়া,
তোমাকে দিয়ে যাই জলের ঘ্রাণ, উড়বার আকাশ
চলে যাবার পথের কণ্টকে বিছিয়ে দেই একবুক মায়া।

তোমাকে দিয়ে যাই মেঘের মতন নরম ঘুম
লাল চোখে আমি লিখি সুদীর্ঘ রাত্রির ইতিহাস; ঘুমহীন।
ওষ্ঠের বিষ তৃষ্ণা সযতনে লুকাই আড়ালে,
তোমাতেই আকন্ঠ ডুবে থাকি, দিনরাত রাতদিন।

ঝাউয়ের চুড়ায় মোহন রোদ্দুর
বুকের ভেতর শিষ দেয় সুতানালী সাপ,
থমধরা বিকেলে মোচড়ায় বুক
নিজের মুখোমুখি হতে বড় ভয়,
আয়নার ওপাশ চিৎকার করে বলে
এই ভাবে চলে যাওয়া বড় পাপ হে, খুব বেশী পাপ।

ফটুক - আমি অধমের তোলা ঘাসফুল 🙂

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ