বাসন্তী গমক

ছাইরাছ হেলাল ৯ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ০৮:৪৫:০১পূর্বাহ্ন গল্প ১২ মন্তব্য

গোধূলি বেলায় কুহু তান তুলে ঈষৎ অবগুণ্ঠিত বসন্তকে হন-হনিয়ে
পাশ কাটাতে দেখলাম হালকা তাচ্ছিল্যের সুবাস ছড়িয়ে,
যাক বাবা, বেঁচে গেলাম এ যাত্রায়!
আজকাল বসন্তদের খুশিতে ঠ্যালায় ঘোরতে ভাল্লাগে অবস্থা।

বাঁক বদলে হঠাৎ হোঁচটের ঝাঁকি খাওয়ার মত করে থমকে দাঁড়ালাম,
পুরোটা পথ আগলে বসন্ত দাঁড়িয়ে আছে , দাঁতি হয়ে!! অন্তরাত্মা কাঁপিয়ে,
একরোখা সন্ধি চাইছে বিনা মধ্যস্থতায়;

শিস দিয়ে জ্বলে উঠে গলে গিয়ে ভিজে যাওয়ার গমক-ছমক সাধ-সাধ্যের অধরা বাতাস
বয়ে যায় ধু-ধু মাঠের প্রখর বাতাসে।

জ্যোৎস্না-ভেজা দুগ্ধমধুভাব ফোঁটা-ফোঁটা হয়ে ঝরে পড়ে কী যেন উস্কানি দেয়!!
ব্যস্ত যমদূতের মুখোমুখি দু-দুবার কে আর হতে চায়!

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ