বালিকা ভাবনা

বনলতা সেন ১৩ ডিসেম্বর ২০১৪, শনিবার, ০৭:২৩:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৬ মন্তব্য

ঘুঙ্গুর পড়া লঘু পায়ে খেলছ তুমি মোর আঙ্গিনায়,
নূপুর নিক্বণে ঘুম ভেঙ্গে ভাবি,হায় এ কি দেখি?
দিবা স্বপ্ন নাকি বাস্তবতা?এ যে দেব শিশু,স্বর্গের জননী!
খেলছে সে আপন মনে বালিকার হৃদয় জুড়ে।

রাতবিলুপ্তির রাতকাহিনী!
তাও নাকি লেখা থাকে দেবীর খেড়ো খাতায়!
দেয়ালে কপাল ঠুকে বালিকা ভাবে,
সোনার শিকলে বাঁধব না ও হৃদয়,
আমাকেই বাঁধ তোমারই বিনি-সুতোয়,
কুমারী পূজা শেষে বালিকার এ অঞ্জলি দেবীর তরে।

কালের প্রপাতে হারাবে সবই,সবাই,আমিও;
বালিকার স্বপ্নহৃদয়ে বেঁচে রবে জড়োয়া গহনার চাঁদ হয়ে,
শুধুই তুমি।

বাঁচবো বলে হাঁটতে থাকি ঠোঁট টেপা হাসি হেসে চুপি চুপি চেয়ে থাকি,
বিষণ্ণ মন্থরতার নির্বাক ছায়ায়,ঘোর জ্বরের মন্বন্তরে,সীমান্তে শত্রুর ছায়ায়,
নাচুনে ভূত বা শকুনের গানে ও দেবীকে চাই,পাই ও।
বড় ভয় হয়,সইবে এত সুখ বালিকাহৃদয়ে?
ভেবোনা আবার,জোয়ারী আবেগে ভাসিয়েছি এ বেলার ভেলা।

সকালের এই শুভক্ষণ জেগে থাকুক সারা অন্তর জুড়ে।
======================================
দু'দিকে বসবাস দু'দিকেই মন টানে, কোন দিকে যাব মন করে আনচান।

0 Shares

৪৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ