#১

অন্যান্য সকল মহার্ঘ্য সুগন্ধির চেয়েও আমার পেতে সাধ
তোমার নিশ্বাসের সৌরভ,
সকল আলোর মাঝেও আলাদা করে দেখার সাধ
তোমার হাসিতে যে আধাঁর তারানিয়া আলো।

এই পরবাস ভালো লাগেনা আমার, একটুও নয়
রক্ষাপরী আমার, আমি চাই শুধু জল হয়ে যাই জলের ভেতর
বুকের নিশ্চিত আশ্রয়ে তোমারে করি অনুভব।

#২

যদি প্রবল উত্তরবায়ু বিক্ষুদ্ধ করে জলের বুক,
গ্রন্থিসকল আলগোছে ছিড়ে যায় একে একে।
যদি ঈশানের কালো নামায় আধার,
আলো ঢেকে দেয় পরাক্রান্ত অন্ধ মেঘ।
একবার তব মুখপানে চেয়ে সুর্য যাবে অস্তাচলে ; নির্বিকার।

 #৩

আমি আকাশ দেখাই
............ তুমি দেখো শুন্যতা।
দুঃখগন্ধা উতল বাতাস
ছুঁয়ে দিয়ে যায় ভাবনারে
আমি খুঁজে যাই মগ্ন চৈতন্যে
............ তোমাতেই লীন ; পূর্ণতা।

ফটো ক্রেডিট : ব্লগার জটিল বাক্য

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ